ঢামেকে র‍্যাবের অভিযান, ৫৮ দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৫৮ জন দালাল আটকের দাবি করেছে র‍্যাব।

সোমবার সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তাদের ১৫ থেকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। 

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা জানান, গত দুই দিন ধরে পর্যবেক্ষণ করে আজ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভাগিয়ে নিয়ে যেত, প্রতারণা করত। আবার কিছু লোক আছে, তাদের কাছ থেকে কোনো পরিচয়পত্র, হাসপাতালে কেন আসছে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Jucsu election: Low voter turnout marks first hour of voting

At Jahanara Imam Hall's booth 8, only three votes were cast in the first 50 minutes of polling against total 367 registered voters

18m ago