পাবনা

আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থীকে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলার মানিক নগর বাজারে এই চায়ের দোকানে আব্দুর রাজ্জাক শেখকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ছবি: স্টার

পাবনায় চরমপন্থী দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিক নগর বাজারে এ ঘটনা ঘটে। চরমপন্থী দলের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত আব্দুর রাজ্জাক শেখের (৩৮) বাড়ি হরিনারায়ণপুর গ্রামে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্য ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক ২০১৯ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। পাবনা স্টেডিয়ামে অন্যান্য চরমপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। এরপর পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলম দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার রাতে মানিকনগর বাজারে যান আব্দুর রাজ্জাক। একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। দুটি মোটরসাইকেলে পাঁচ-ছয় জন মুখোশধারী যুবক এসে তাকে তিনটি গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago