তেজগাঁওয়ে ছুরিকাঘাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে ওলিউল্লাহ রনি (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই রফিক মিয়া (৩১)।

গতকাল রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ের শাহিনবাগ মসজিদ গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজি জানান, রাত সাড়ে ৩টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিজেদের টিনসেড বাসায় থাকতেন রনি ও তার বড় রফিক। একই এলাকার মোরশেদ (৩৮) নামে এক ব্যক্তি রাতে রনিকে তাদের বাসায় এলোপাতারি ছুরিকাঘাত করে। দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে যান বড় ভাই রফিক। তখন তাকেও জখম করে হামলাকারী পালিয়ে যায়।

এসআই আরও জানান,  হামলাকারী মোরশেদ ওই দুই ভাইয়ের পূর্বপরিচিত। গতরাতে মাদক সেবনকে কেন্দ্র করে মোরশেদ রনিকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। বড় ভাই রফিক ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় মোরশেদ।

রনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

নিহত রনির বড় বোন পারভিন আক্তার জানান, রনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। আহত রফিক হাসপাতালে ভর্তি আছেন।

Comments

The Daily Star  | English
earthquake in Dhaka

Earthquake jolts Bangladesh, India, Nepal

5.5 magnitude at the epicentre near Dalgaon town in India' Assam, according to USGS

2h ago