আগাম জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান

কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। ছবি: সংগৃহীত

অনুমোদনহীন 'লেমন রিচ লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিংক' বাজারজাত করার অভিযোগের মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন 'রাফসান দ্য ছোট ভাই' নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান।

রাফসানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আদালত রাফসানকে আট সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, অনুমোদনহীন পানীয় বাজারজাত করায় ডিএসসিসির বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউল আকবর গত ৪ জুন রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ জামিন আবেদনসহ হাইকোর্ট বেঞ্চে হাজির হন রাফসান।

তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আদালতে বলেছেন, রাফসান অননুমোদিত ইলেক্ট্রোলাইট পানীয় বাজারজাত করার সঙ্গে জড়িত নন। তার পানীয় ক্ষতিকর নয়।

আবেদনের শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ।

Comments

The Daily Star  | English
Barishal University protest

As a nation, we are not focused on education

We have had so many reform commissions, but none on education, reflecting our own sense of priority.

4h ago