মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সুমন হালদার। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গুলি করে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী জানান, নিহত সুমন হালদার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, 'সুমন হালদারের কাছের একজন নুর মোহাম্মদ। তিনিই তাকে গুলি করে হত্যা করেছেন।'

গুলিবিদ্ধ সুমন হালদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, 'পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।'

এর আগে গতকাল রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

 

Comments

The Daily Star  | English

Arson, vandalism during Gen Z protests ‘criminal acts’: Nepal PM Karki

Govt would investigate vandalism targeting parliament building, Supreme Court, business complexes, and private property, she says

37m ago