কেএনএফ সন্দেহে আটক আরও ৫ জন কারাগারে

কেএনএফ সন্দেহে বৃহস্পতিবার ৫ জনকে আটক করা হয়। ছবি: স্টার

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আটক আরও ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

তারা হলেন-সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সবাই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

আজ শুক্রবার তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়াল পালিত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত এপ্রিলে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনার পর যৌথ বাহিনীর চলমান অভিযানে গতকাল বৃহস্পতিবার তাদের আটক করা হয়। 

উল্লেখ্য, কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থ লুট করে।

এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা করা হয়। 

এসব মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

Comments

The Daily Star  | English

Universal Pension yields 11.61% profit for contributors; govt expanding scheme coverage

Board meeting led by finance adviser approves higher contributions and future Islamic option

47m ago