বিডিআর বিদ্রোহ: ডিএডি রহিমের মৃত্যুর ঘটনায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশ রাইফেলসের সাবেক উপ সহকারী পরিচালক আবদুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

বিডিআর হত্যা মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ২০১০ সালের ২৯ জুলাই জেল হেফাজতে মারা যান।

ঢাকা মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটি করেন আব্দুর রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৃত্যুর পর আর কোনো অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে কিনা তা আদালতকে জানাতে বলেন।

বিডিআর বিদ্রোহ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তৎকালীন কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও মির্জা আজম।

মামলায় বাদী অভিযোগ করেন, তার বাবা রাজসাক্ষী হতে রাজী না হওয়ায় তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt project to save 4 rivers around Dhaka falters

Even 16 years after HC directive to restore Dhaka’s four rivers to their original state, the govt has yet to complete even half of the work

11h ago