শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার
শাজাহান খান | ছবি: সংগৃহীত

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

আদালতের এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে আজ ভোরে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব (১৪) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় শাজাহান খানকে আদালতে হাজির করা হয়। 

নিহত কিশোর মোতালেবের বাবা আবদুল মতিন গত ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় এ মামলা করেছিলেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক খোকন মিয়া শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিকেল ৪টা ৩৬ মিনিটে বিচারক ৭ দিন রিমান্ডের আদেশ দেন।

 

Comments