আ. লীগের চেয়ে বড় আন্দোলনকারী নেই: শাজাহান খান

শুক্রবার সন্ধ্যায় সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে শ্রমিক সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শাজাহান খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের আর কোনও সুযোগ নেই। নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে।

তিনি বলেন, 'শেখ হাসিনা নির্বাচন পরিচালনা করবেন না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।'

আজ শুক্রবার সন্ধ্যায় সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে শ্রমিক সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'ওনারা মানুষ হত্যা করেছিলেন পেট্রল বোমা দিয়ে। তারপরেও আজকে বড় বড় কথা বলেন। রাজনীতি করা, রাজনীতির শিক্ষা আমাদের দেন। আন্দোলনের কথা আমাদের বোঝান? আওয়ামী লীগের চাইতে বড় আন্দোলনকারী আর কেউ নেই, ভবিষ্যতেও হবে না।'

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

7m ago