আশুলিয়ায় বিএনপি ও এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারের আশুলিয়ায় আজ বুধবার সমাবেশ করবে বিএনপি। একই এলাকায় পদযাত্রা কর্মসূচি করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি ও এনসিপির কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।'

'পুলিশ, সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১  হাজার সদস্য এখানে কাজ করছেন,' বলেন তিনি।

আজ বিকেল ৩টার দিকে আশুলিয়ায় শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসা মাঠে সমাবেশ করবে বিএনপি। এর পাঁচ কিলোমিটার দূরত্বে সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি।

গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সংঘটিত 'ছাত্র-জনতার গণহত্যা' স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে বিএনপি। ঢাকা জেলা বিএনপির আয়োজনে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এনসিপির সাভার উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জুলকারনাইন দ্য ডেইলি স্টারকে বলেন, '৪টার দিকে আমাদের নেতাকর্মীরা নরসিংদীতে প্রোগ্রাম করবে। সাভারের প্রোগ্রামটিতে আসতে তাদের রাত ৮টা বাজবে। তবে আমাদের প্রোগ্রামে স্থানীয় নেতাকর্মীদের সন্ধ্যা ৬টায় উপস্থিত হওয়ার কথা বলেছি।'

স্থানীয় বিএনপি নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সাভারে ঐক্যবদ্ধভাবে সব অপশক্তি রুখে দিতে প্রস্তুত। এনসিপিতো আমাদের জুলাই সহযোদ্ধা। আমরা তাদের ভাই মনে করি। দেশের কোন জায়গায় কী হয়েছে সেটা দেখার বিষয় না। আমরা প্রয়োজনে এনসিপির প্রোগ্রাম সুন্দর ও সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করব। কর্মীদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English
army denies hiding bodies after jet crash

‘Army intervened in Gopalganj to save lives, not in support of any party’

Brig Gen Nazim-ud-Daula, director of Military Operations Directorate at the Army Headquarters, says

32m ago