ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তি

পিটিয়ে হত্যা করার আগে তোফাজ্জলকে রাতের খাবার খেতে দেয় হত্যাকারীরা। ছবি: সংগৃহীত
পিটিয়ে হত্যা করার আগে তোফাজ্জলকে রাতের খাবার খেতে দেয় হত্যাকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ছয় শিক্ষার্থী। 

তারা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হুসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম।

পুলিশের উপ-পরিদর্শক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই ছয় শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।'

তাৎক্ষণিকভাবে জবানবন্দির বিস্তারিত জানা যায়নি।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত ছয় শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Inside Shibir’s Ducsu domination: What the numbers reveal

Liberation war post delivers shock win for Shibir-backed candidate

3h ago