আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপিপন্থী ৭ আইনজীবীকে অব্যাহতি

ইসকন নিয়ে হাইকোর্টের রায়
সুপ্রিম কোর্ট। ফাইল ফটো

বিএনপিপন্থী সাত আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে রিটকারী আইনজীবী নাজমুল হুদা আদালতে হাজির না হওয়ায় এক লাখ টাকা জরিমানা আরোপ করেছেন আদালত।

নাজমুল হুদাকে তিন সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট আদালত অবমাননার মামলায় বিএনপিপন্থী ছয় আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আপিল বিভাগ।

আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ নভেম্বর আপিল বিভাগ বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ ও সমন জারি করেন।

সাত আইনজীবী হলেন- মো. কায়সার কামাল, ফাহিমা নাসরিন, আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম সজল। এছাড়া অ্যাডভোকেট আবদুল জামিল মোহাম্মদ আলী (এ জে মোহাম্মদ আলী নামে পরিচিত) মে মাসে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত বছরের ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হুদা এই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এবং তৎকালীন দুই সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে তাদের মন্তব্যের জন্য শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টে অবমাননার আবেদন করেন।

আজ আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ছয় আইনজীবীর পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Comments

The Daily Star  | English

Inaction as policy, lawlessness as outcome

The country deserves better than a government that only condemns after the fact

1h ago