প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
গতকাল মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৫ সালের ৩ মার্চ জেলা আদালতের আইনজীবী হিসেবে এবং ১৯৯৭ সালের ১৭ মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
তিনি ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান।
২০২৪ সালের ১৩ আগস্ট বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি বেলজিয়ামের ব্রাসেলস (১৯৮৮), কানাডার প্রিন্স এডওয়ার্ড ইউনিভার্সিটি (১৯৯০), মালয়েশিয়ার কুয়ালালামপুর (২০০০, ২০০২ ও ২০০৬), কানাডার কুইবেক (২০০১), সিঙ্গাপুর (২০০৭) ও নেপালে (২০১২) অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্সে অংশ নেন।


Comments