তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি

সুপ্রিম কোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্যদের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাসের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে শুনানি শুরু করেন।
তারেক রহমানদের পক্ষে উপস্থিত ছিলেন—আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল, মোহাম্মদ শিশির মনির এবং মো. মকসুদ উল্লাহ।
গত ২ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুটি পৃথক আপিল দায়েরের অনুমতি দেয়।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরসহ ৪৯ আসামিকে খালাস দেন। এর ফলে ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় ট্রায়াল কোর্টের দেওয়া সাজা বাতিল হয়ে যায়।
এই খালাসের রায় আসে ডেথ রেফারেন্স) ও দণ্ডপ্রাপ্তদের আপিলের শুনানি শেষে।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই রায় বাতিল চেয়ে আপিল বিভাগে দুটি পৃথক আপিল করে।
Comments