১০ ট্রাক অস্ত্র উদ্ধারের আরেক মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

ফাইল ফটো

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের আরেকটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৬ জন হাইকোর্টে খালাস পেয়েছেন।

বিচারিক আদালতে মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়েছিল বাবরের।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ বাবরকে খালাসের আদেশ দেন।

২০০৪ সালে অস্ত্র চোরাকারবারের ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা মামলায় আদালত এ রায় দেন।

একই ঘটনায় গত বছরের ১৮ ডিসেম্বর একই বেঞ্চ অস্ত্র আইনের অধীনে দায়ের করা মামলায় বাবরসহ ৬ জনকে খালাস দেন। এ মামলায় বিচারিক আদালত বাবরসহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।

বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকের রায়ের পর বাবরের কারাগার থেকে মুক্তিতে কোনো আইনি বাধা রইল না।'

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় পুলিশ প্রায় ১০ ট্রাক অস্ত্র আটক করে।

অস্ত্র আটকের ঘটনায় ২০০৪ সালের ৩ এপ্রিল কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় এবং ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিলেন।

২০১৪ সালের ৩০ জানুয়ারি আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

 

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

47m ago