নাটোরে বিশেষ অভিযানে আ. লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

শিশু চুরি
স্টার অনলাইন গ্রাফিক্স

সরকার পতনের পর রাজপথে আওয়ামী লীগের প্রথম কর্মসূচির আগের রাতে অভিযান চালিয়ে নাটোরের বিভিন্ন এলাকা থেকে দলটির ৩৩ নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নাটেোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়া, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সায়েব আলী, সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু প্রমুখ।

বিষয়টি নিয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, 'গতরাতে গণগ্রেপ্তার চালানো হয়েছে। জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করা হয়েছে। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গিয়েছে এবং সামনে করবে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।'

এ ব্যাপারে পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গতরাতে বিশেষ অভিযান চালিয়ে সারা জেলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগের নামে আগে মামলা রয়েছে।'

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago