আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমু-কামরুলকে

আদালতে আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত
আদালতে আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আদালতে হাজির করা হয়েছে। 

সকাল ১০টা বেজে ২০ মিনিটে আমু ও কামরুলকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয়। 

২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই মন্ত্রীকে আজ বুধবার আদালতে হাজির করার নির্দেশ দেয়।

আদালতে কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
আদালতে কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রধান কৌঁসুলি জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে।

১৮ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৬ নভেম্বর ডিবি পুলিশ পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও একই মামলা অভিযোগ আনা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago