ভোলাগঞ্জে পাথর চুরি, রেল নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত

ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকা। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকা থেকে পাথর চুরির ঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন ও সিপাহী মো. আব্দুল হাই ভোলাগঞ্জ পাথর কোয়ারি বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

আজ সোমবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল সোমবার আরএনবি কমান্ডার রোকনুজ্জামান খানের সই করা আদেশে ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সেইসঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রেলের মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago