পঞ্চগড়

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ৩ দিনের রিমান্ডে

পঞ্চগড় আদালতে হাজির করা হয় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত/ স্টার

পঞ্চগড়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় আদালতে জামিন ও রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আদম সুফি বলেন, হত্যা এবং গুমের এই মামলায় নূরুল ইসলামের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, শুনানিতে আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

গত মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক মন্ত্রীকে ঢাকা থেকে পঞ্চগড় জেলা কারাগারে নিয়ে আসে।

গত ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এ মামলায় নূরুল ইসলামকে হুকুমের আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন।

সেদিন দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিবের বাড়ির সামনে তাকে আটক করেন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন।

পরে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে তার ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি আঘাত করা হয়। তারপর তাকে টেনেহিঁচড়ে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়।

এ সময় আল আমিনের সঙ্গে থাকা রায়হানুল ইসলাম ও সুজন ইসলাম নামের দুই তরুণ আহত হন। এই দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে ১৪ আগস্ট পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

আদালতে শুনানির সময় নূরুল ইসলাম সুজন নিজেকে নির্দোষ দাবি করেন। এসময় তিনি আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন।

১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago