যুবদলকর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি: সংগৃহীত

গত বছরের জুলাইয়ে এক যুবদলকর্মী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই আদেশ দেন।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যার ঘটনায় এ মামলা করা হয়েছিল।

গত ৬ জুলাই নোয়াখালীর বিএনপি নেতা আলাউদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং আরও ৪৬৫ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন।

আজ সকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে।

তাকে আদালতে হাজির করা হলে বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ তার বিরুদ্ধে মিছিল করে।

শুনানি চলাকালে রাত ৮টা ৩১ মিনিটে আদালত কক্ষে বিদ্যুৎ চলে যায়। এর মধ্যেই ৮টা ৩৬ মিনিটে আদেশ দেন ম্যাজিস্ট্রেট। পরে ৮টা ৪৬ মিনিটে আবার বিদ্যুৎ আসে।


 

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

9h ago