অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন

ব্লগার রাজীব হায়দার, শফিউর রহমান ফারাবী, সাইবার ট্রাইব্যুনাল,
শফিউর রহমান ফারাবী। স্টার ফাইল ফটো

ব্লগার-লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ফারাবীর আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'হাইকোর্টের জামিন আদেশের পর ফারাবির কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।'

ফারাবীর পক্ষে আরও শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরব খান হিমু।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির কাছে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।

হামলায় অভিজিৎ নিহত হন এবং বন্যা গুরুতর আহত হন।

অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার একটি ট্রাইব্যুনাল মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে মৃত্যুদণ্ড এবং ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন ও আরাফাত রহমান সিয়াম।

অ্যাডভোকেট হুজ্জাতুল জানান, মামলায় সাজাপ্রাপ্তদের মধ্যে মেজর জিয়া ও আকরাম এখনো পলাতক, বাকিরা কারাগারে।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago