পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার ৩ দিন পর সেই আ. লীগ নেতা গ্রেপ্তার 

আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব। ছবি: সংগৃহীত

পাবনায় পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে সুজানগর উপজেলার গাজনার বিলের মথুরাপুর এলাকা সংলগ্ন একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আব্দুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুজানগর উপজেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান। তিনি পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। 

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। 

এ ঘটনার পর ১২ জনকে আটক করা হলেও আব্দুল ওহাব পলাতক ছিলেন। 

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কাজি শাহনেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনার পর থেকেই আব্দুল ওহাবকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজনার বিলের মথুরাপুর ও নারায়ণপুরের মধ্যবর্তী দুর্গম এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় আব্দুল ওহাব ও তার সহযোগী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ।'

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

55m ago