নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: স্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে এ বিষয়ে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত এ আদেশ দেন।

এর আগে, ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ।

সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার নথি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া। পরদিন সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় তাকে দাফন করা হয়।

আন্দোলনের তীব্রতার মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা কুলসুম বেগম। এ মামলায় ৪ নম্বর আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল।

Comments

The Daily Star  | English

Dengue taking its toll on little ones

Eighteen-month-old Tabassum Alo was crying on her mother’s lap in the children’s dengue ward at Mugda Medical College Hospital yesterday afternoon.

4h ago