অবৈধ ৬৭ রাউন্ড গুলিসহ ডিবির ২ কনস্টেবল গ্রেপ্তার

শটগানের অবৈধ ৬৭ রাউন্ড গুলিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার দুজন হলেন—শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।

আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের কাউতলী এলাকার একটি বাসায় তারা দুজন ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোররাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটকের পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করে।

'অবৈধ গুলি ছাড়াও তাদের বাসা থেকে ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে,' বলেন ইকবাল।

তিনি আরও বলেন, 'তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'

Comments

The Daily Star  | English

This victory belongs to the students, not any faction: Shadik Kayem

Newly elected Ducsu VP says they do not want to mark victory with rallies

1h ago