অপারেশন ডেভিল হান্টসহ বৃহস্পতিবার সারা দেশে গ্রেপ্তার ১৬৬৫

এ পর্যন্ত মোট ৭৯৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারা দেশে ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আসামি মিলিয়ে সারা দেশে এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ডেভিল হান্ট অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত হয়।

গত ৮ ফেব্রুয়ারি থেকে এ নিয়ে মোট সাত হাজার ৯৫৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments

The Daily Star  | English

Yunus, Modi exchange Eid greetings

The interim government on Sunday shared both the letters on its Facebook page

2h ago