কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফের অগ্নিকাণ্ড ‘উদ্দেশ্যমূলক’, গ্রেপ্তার ১

গত ১৫ ফেব্রুয়ারি পেয়ালা ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকার কারওয়ান বাজার এলাকায় পেয়ালা ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনা 'উদ্দেশ্যমূলক' এবং এ ঘটনায় ক্যাফের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ক্যাফের কর্মী মো. মেহেদী হাসান রিমনকে (৩১)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি রাতে পেয়ালা ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরেন্টটির ক্যাশ কাউন্টার, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং ক্যাশবাক্সের ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।

মামলার তদন্তে ক্যাফের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মেহেদীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদীর অনলাইন জুয়ায় আসক্তি ও জুয়া খেলে অনেক টাকা লোকসানের তথ্য জানা গেছে। এই টাকা জোগাড় করতেই মেহেদী প্রথমে ক্যাশবাক্স থেকে ৮৫ হাজার টাকা চুরি করেন এবং এ ঘটনা লুকাতে পরিকল্পিতভাবে রেস্টুরেন্টে আগুন লাগান।

পুলিশ জানিয়েছে, মেহেদী নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে কর্মরত থাকা অবস্থায় সেখান থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়েছিলেন এবং এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

পেয়ালা ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরেন্টটির মালিক মো. মঞ্জুরুল আলম খানের অভিযোগের ভিত্তিতে তেজগাঁও থানায় মেহেদীর নামে মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Foreign banks profits vs social spending in Bangladesh

Foreign banks top profits, trail in social spending

CSR spending by multinational lenders was just 0.56% last year, compared with 9% by Islamic banks

12h ago