হত্যা মামলায় ২ দিনের রিমাণ্ডে বিচারপতি মানিক

সিলেটের আদালতে বিচারপতি মানিক। ফাইল ছবি: সংগৃহীত
সিলেটের আদালতে বিচারপতি মানিক। ফাইল ছবি: সংগৃহীত

গত বছরের ১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় গুলশান এলাকায় ২৪ বছর বয়সী মো. আবু যর শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই মামলার সূত্রে ঢাকার একটি আদালত আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছে।

শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করে তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। আদালতের এক কর্মী এ কথা জানান। 

গত বছরের ২৫ আগস্ট ভুক্তভোগীর মা ছবি সাবেক প্রধানমন্ত্রীসহ আরও ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গুলশান পুলিশ মামলা গ্রহণ করে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগ (এফআইআর) নথিভুক্ত করে।

২০২৪ সালের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়।

 

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

51m ago