নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায় গ্রেপ্তার
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তাহরীরের অন্যতম প্রধান সংগঠক সাইফুল ইসলামও আছেন।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠনটির সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, 'আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিযবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।'

সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।

২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ করা হয়।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago