বারিধারায় ১০ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর বারিধারা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে গুলশান থানার উপপরিদর্শক নঈম উদ্দিন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সজল হোসেন পলাশ (৪০) পেশায় গাড়িচালক বলে জানিয়েছে পুলিশ।

মাদ্রাসাশিক্ষার্থী ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

উপপরিদর্শক নঈম উদ্দিন জানান, শিশুটি তার মায়ের সঙ্গে একটি ভবনের গ্যারেজে থাকে এবং অভিযুক্ত তাদের পূর্বপরিচিত।

মেয়েটির মা যখন বাইরে কাজে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। পরে, মা বাড়িতে এলে শিশুটি ঘটনা সম্পর্কে জানায়।

এরপর শিশুটির মা মামলা করেন বলে পুলিশ জানায়।
 

Comments

The Daily Star  | English

When water becomes poison

Women bear brunt as Satkhira’s salinity crosses WHO limit

2h ago