দিনাজপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সাত বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মমিনুল ইসলাম (৫৪) ছাগল ব্যবসায়ী। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় ভিকটিম এক শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

মামলার নথি থেকে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিশু বাড়ির সামনে খেলছিল। এ সময় মমিনুল তাদের ঘরে ডেকে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে দরজা-জানালা বন্ধ করে দেন এবং শিশুদের ধর্ষণচেষ্টা করেন।

পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। 

ওসি মমতাজুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

Comments