সাভারে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে সুলতান হোসেন সাগর (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভার সিআরপি এলাকায় ওই যুবকের ওপর হামলা হয়।

সাগর সাভারের ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন।

সাগরের বন্ধু মাহিদুল হাসান সিফাত দ্য ডেইলি স্টারকে বলেন, ডগরমোড়া এলাকা থেকে ১০ থেকে ১২ জন সাগরকে ধাওয়া করে। সিআরপি তিনরাস্তা মোড়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ ডেইলি স্টারকে বলেন, রাত ১১টা ৪০ মিনিটে সাগরকে হাসপাতালে আনা হয়। সে সময় তিনি অচেতন ছিলেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। তার উরুতে একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা ডেইলি স্টারকে বলেন, 'সাগর নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago