দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গত রাতে রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়ার (৬৫) মরদেহ আজ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, উত্তর বাখরনগর বাজারে মানিক মিয়ার একটি মুদি দোকান আছে। গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
নিহতের ভাই সুরুজ মিয়া (৫০) বলেন, রাতে ভাই বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন তারা। পরে তার খোঁজে বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাশে তার লাশ পড়ে থাকতে দেখি।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Comments