কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন একটি বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফজলুল হক (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজলুলকে শুক্রবার রাতে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফজলুল পেশায় ট্রাকচালক। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকায়।

ওই কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে রাজারজহাট থানায় ফজলুল হক, তার স্ত্রী ও ফজলুলের সহযোগী সেলিম মিয়ার নামে মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২ মার্চ থেকে ফজলুল ওই কিশোরীকে একটি বাড়িতে আটকে রাখেন। এরপর ফজলুল ও তার সহযোগী সেলিম তাকে ধর্ষণ করেন ও ধর্ষণের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করেন। গত বুধবার রাতে ওই কিশোরী পালিয়ে নিরাপদ স্থানে আসতে সক্ষম হন।

তছলিম উদ্দিন আরও বলেন, 'ফজলুল হককে শনিবার দুপুরে আদালত হাজতে পাঠিয়েছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ওই কিশোরীর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সেলিম মিয়া ও ফজলুলের স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago