ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করা আকাশ দাসকে ছাড়াই চাকসুর নবনির্বাচিতদের শপথ

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করা আকাশ দাসকে ছাড়াই শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার চাকসু নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান।
এসময় ১৪টি হল ও একটি হোস্টেলের প্রভোস্টরা নিজ নিজ হল সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচিত প্রার্থীরা আগামী এক বছরের জন্য চাকসু ও হল সংসদের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে, শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত চাকসুর নির্বাহী সদস্য আকাশ দাস। ধর্ষণ নিয়ে তার করা বিতর্কিত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় তিনি এ অনুষ্ঠানে আসেননি বলে জানা গেছে।
ওই পোস্টে তিনি ধর্ষণে 'মেয়েদের দোষ আছে' বলে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
চাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের একাংশ ডেইলি স্টারকে জানান, আকাশ দাস শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকলে তারা অনুষ্ঠানটি বয়কট করতেন।
পরে জানা যায়, শিক্ষার্থীদের সমালোচনার মুখে শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আকাশ দাস।
যোগাযোগ করা হলে আকাশ দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার জন্য যেহেতু সবার শপথ নিতে সমস্যা হচ্ছে, তাই আমি অনুষ্ঠানে যাইনি। তবে আমাকে অনেকেই কটু ভাষায় কথা বলেছে, যেটা আসলে ঠিক হয়নি। এখন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো কারণ দর্শানো নোটিশ দেয়, তাহলে আমি সেটার জবাব দেবো। এর বেশি কিছু আমি বলতে পারছি না।'
Comments