হা-মীম গ্রুপের জিএমকে অপহরণের পর হত্যা: গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

হা-মীম গ্রুপের জিএম আহসান উল্লাহ হাসানকে অপহরণের পর হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতরাতে র‌্যাব-১ এর কর্নেল জাইদুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. সাইফুল ইসলাম এবং তিন সহযোগী নূর নবী, মো. ইস্রাফিল ও মো. সুজন ইসলাম।

কর্নেল জাইদুল করিম বলেন, 'আমরা এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে তিনজনকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তার একজনকে রোববার থানায় হস্তান্তর করা হবে।'

তাদের গ্রেপ্তারের বিষয়ে আজ পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হবে বলেও জানান তিনি।

গত ২৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন আহসান উল্লাহ হাসান। পরে ২৫ মার্চ রাজধানীর উত্তরা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুজ্জামান জানান, উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড সংলগ্ন জঙ্গলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানান।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

55m ago