হা-মীম গ্রুপের জিএমকে হত্যা: নিহতের চালকসহ গ্রেপ্তার ২

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার একজন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম। তিনি আহসান উল্লাহর গাড়িচালক ছিলেন। গ্রেপ্তার অপরজনের নাম নুরুন্নবী।

র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব। পরে দুজনকে ঢাকায় র‌্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজের দুই দিন পর রাজধানীর দিয়াবাড়ী এলাকার রাস্তার পাশ থেকে আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল দুপুরের দিকে দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরের তিন নম্বর রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গত রোববার নিখোঁজ হন আহসান উল্লাহ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

16h ago