রামপুরায় নারী সাংবাদিককে হেনস্তা: প্রধান অভিযুক্ত জিশানসহ গ্রেপ্তার ৩

রাজধানীর রামপুরায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

গ্রেপ্তার হয়েছেন মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১), ও মো. কাউসার হোসেন (২১)।

গতকাল বুধবার রাতে রামপুরা এলাকায় হেনস্তার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দেয়।

র‍্যাব জানায়, বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক বাদী হয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামিদের ধরতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এর একাধিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৩ প্রথমে মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে গতকাল গভীর রাতে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

পরে জিশানের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন সকালে রমনার বেইলি রোড এলাকা থেকে রাইসুল ইসলামকে এবং গেন্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে রামপুরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago