জাজিরায় মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণ: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

জাজিরায় হাতবোমা বিস্ফোরণ
শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি ও দুর্বাডাংগা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি ও দুর্বাডাংগা এলাকায় বর্তমান ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাদবর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০০-১০০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ।

তিনি জানান, গতকালের ঘটনায় পুলিশ দুই গ্রুপের সাতজনকে গ্রেপ্তার করেছে এবং র‌্যাব গতরাতে ঢাকা থেকে মামলার প্রধান আসামি কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করেছে। 

সংঘর্ষের সময় ব্যবহৃত বোমা ও বোমা তৈরির উপকরণের উৎস নিয়ে পুলিশ এবং গোয়েন্দা টিম কাজ করছে বলেও জানান তিনি।

মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. মনির হোসেন জানান, র‍্যাব-৮ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার মোমিনবাগ এলাকা থেকে কুদ্দুস বেপারী গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে র‍্যাবের হেফাজতে আছেন।

 

Comments

The Daily Star  | English

Tarique Rahman holding meeting with top business leaders

BNP acting chairman holding evening talks with leading industrialists, exporters and trade body heads

14m ago