মাদ্রাসায় ছাত্রীদের ডরমেটরিতে সিসি ক্যামেরা

স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের ডরমেটরিতে সিসিটিভি ক্যামেরা পাওয়া গেছে, যার মনিটর ছিল শিক্ষকের কক্ষে।

সেই মনিটরসহ ১৬টি সিসিটিভি ক্যামেরা জব্দ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার পর থেকে মাদ্রাসাটির অধ্যক্ষ পলাতক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই মাদ্রাসার পাঁচতলা ভবনের নিচতলায় দুই শিক্ষক থাকেন এবং উপরের চারটি তলায় ছাত্রীদের ডরমেটরি। ছাত্রীদের প্রতিটি রুমে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা হয়েছিল।'

'সিসি ক্যামেরার মনিটর এক শিক্ষকের কক্ষে ছিল। আজ এক নারী পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে এসব জব্দ করা হয়েছে,' যোগ করেন তিনি।

পুলিশ জানায়, এসব সিসিটিভির এক মাসের ফুটেজের রেকর্ড পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসাটির ডরমেটরিতে প্রায় ১৫০ জন ছাত্রী থাকে বলে জানিয়েছে পুলিশ। এক ছাত্রীর অভিভাবকের অভিযোগ পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে মাদ্রাসায় অভিযান চালানো হয়।

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

1h ago