খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা

খুলনার ফুলতলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা (৩২) ওই গ্রামের বাসিন্দা এবং জামিরা বাজারে একটি দোকান চালাতেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুমন। পথে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত তার পথ আটকে মাথায় গুলি করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জেল্লাল হোসেন বলেন, 'বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সুমনকে গুলি করে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

How stock investors get scammed thru socials

The fraudsters’ strategy is simple: lure stock investors with ads promising quick returns on Facebook or Instagram, bolster credibility of the offer using fake experts in WhatsApp groups. Once the investor is hooked, ask them to register on fake websites and invest through bKash or Nagad..

Now