টাঙ্গাইল

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইল গ্রামে রায়হান নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার সকালে গ্রামের একটি পুকুর থেকে নিহত রায়হানের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, রায়হান আজ ভোররাত ২টায় বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত রায়হান মাদক সেবন ও বিক্রয় এবং হত্যাসহ মোট পাঁচটি মামলার আসামি ছিলেন।'

'কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Factories slash carbon in rooftop solar push

Industries embrace rooftop solar as Bangladesh balances climate risks, export competitiveness

13h ago