২০০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক হাইকমিশনার মুনা তাসনিমসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু

সাইদা মুনা তাসনিম। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানের নামে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে পরে তা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে।

আজ সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, মুনা তাসনিমের স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার এজেজে প্যাকেজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজিত চন্দ্র দেবনাথ আনুষ্ঠানিকভাবে দুদকের কাছে এ সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, তৌহিদুল ও তার সহযোগীরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও এবি ব্যাংকসহ অন্তত নয়টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ভুয়া বা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অন্তত দুই হাজার টাকা ঋণ নেন।

অভিযোগের পর দুদকের মানি লন্ডারিং ইউনিট তদন্ত শুরু করে। তদন্ত দলের নেতৃত্বে আছেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, 'প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। অভিযোগের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'


 

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

2h ago