নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে নগদ কার্যালয়ে দুদকের অভিযান

নিয়োগ নিয়ে অনিয়ম এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তের অংশ হিসেবে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুপুরের দিকে ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

দুদকের সহকারী পরিচালক মো. ইকরাম হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।

দুদক কর্মকর্তা মো. ইকরাম হোসেন সাংবাদিকদের বলেন, 'নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম হয়ে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি।'

অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'আমরা দুটি অভিযোগের সঙ্গে প্রাসঙ্গিক রেকর্ড ও নথি সংগ্রহ করেছি। এখন সেগুলো পর্যালোচনা করা হবে।

অভিযানের পর এক বিবৃতিতে দুদক জানায়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে নগদ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। 

এতে আরও বলা হয়, অভিযানে দুদক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে। এই প্রমাণের ভিত্তিতে, কমিশন ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

এছাড়া, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নগদের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পাওয়া সাপেক্ষে বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অতি সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে আতিক মোর্শেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। 

এ বিষয়ে মন্তব্য জানতে আতিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা গেলেও, মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago