শামীম ওসমান ও পরিবারের ২৯ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ

শামীম ওসমান। ছবি: ফাইল ফটো

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহাসহ তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এসব ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা জমা করা হয়েছে।

এ ছাড়া, আদালত পূর্বাচলে একটি প্লট ও ঢাকার উত্তরায় নয় কাঠা জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন। এসব স্থাবর সম্পত্তির বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রেজাউল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, তিনি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছেন যে শামীম ওসমান ও বাকিরা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এ কাজ থেকে তাদের বিরত রাখতে আদালতের আদেশ প্রয়োজন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতির অভিযোগে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়।

Comments

The Daily Star  | English

Chief adviser in meeting with leaders of 13 political parties

The meeting is being held at Jamuna, official residence of the chief adviser

47m ago