আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি: পলক

ফাইল ছবি স্টার

জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পলক বলেন, 'আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।'

এসময় তিনি সাংবাদিকদের আরও জানান, কারাগারে তার সময় কীভাবে কাটছে। তিনি জানান তিনি নিয়মিত কারাগারে বই পড়েন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পলক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়।

তাদের সবাইকে পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। সবার হাতে হাতকড়া ছিল।

আদালতের এজলাসে নেওয়ার সময় হাসানুল হক ইনুর মুখে হাসি থাকলেও কামাল মজুমদারকে বিমর্ষ দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে মামলার শুনানি শেষে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পলক, ইনু ও অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago