গাজীপুরে ছুরিকাঘাতে স্কুলের দপ্তরিকে হত্যা, আটক ১

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে একটি স্কুলের দপ্তরি আরিফ হোসেন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ কীর্তুনিয়া ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। 

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, 'স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।'

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, 'প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় একজন এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে পুলিশে দেয়।'

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন হোসেন রাকিব ডেইলি স্টারকে জানান, আরিফ হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

8h ago