মিরপুর ডিওএইচএসে ডাকাতি, দুই সাবেক সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতির পর পালানোর সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সাবেক লেফটেন্যান্ট ও একজন সাবেক করপোরাল আছেন বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপ ও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে। বাসাটি একজন অবসরপ্রাপ্ত মেজরের।

পুলিশ জানায়, পাঁচজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসায় ঢুকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যায়।

এ সময় স্থানীয় হারুনুর রশীদ তাদের দেখে সন্দেহ করেন এবং 'চোর চোর!' চিৎকার করতে করতে তাদের মোটরসাইকেলে ধাওয়া করেন। একপর্যায়ে ডাকাতদের গাড়িটি মিরপুর-১২ এর এনডিসি চেকপোস্টে আটক করা হয়।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago