মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ গেটে ঘটনাটি ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

নিহতের নাম ফজলে রাব্বি সুমন (২৫)। তার বাড়ি ভোলায়। পরিবারসহ তিনি রাজধানীর মোহাম্মদপুরে থাকতেন। সেখানে তিনি একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন।

সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার বলেন, সুমন মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। সেখানে মুন্না নামের একজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে সুমনের বন্ধুরা তাকে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সুমন মারা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের উরুতে আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, মোহাম্মদপুর বুদ্ধিজীবী এলাকায় সুমন নামে এক যুবক খুন হয়েছেন। জানতে পেরেছি মুন্না নামে এক যুবক সুমনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। মুন্না ও সুমন পূর্ব পরিচিত। তারা মোহাম্মদপুর এলাকায় একইসঙ্গে চলাফেরা করতেন। দুজনের নামেই আগে থানায় মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago