টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার সেন্টু চন্দ্র দাসের ছেলে দুলাল চন্দ্র (২৮), একই এলাকার হালিম খানের ছেলে সজীব খান (১৯) ও মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)।
শনিবার সকালে পুলিশ তাদের বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ওই নারী চট্টগ্রামে গৃহকর্মী হিসেবে কাজ করেন। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে যান। সেখান থেকে তার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে তিনি উত্তরবঙ্গগামী আন্তঃনগর ট্রেনে (দ্রুতযান এক্সপ্রেস) উঠে ঘুমিয়ে পড়েন।
ঘুম থেকে উঠে অন্যান্য যাত্রীদের কাছ থেকে জানতে পারেন, তিনি টাঙ্গাইলের কাছাকাছি আছেন। রাত সাড়ে ১২টার দিকে ওই নারী টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনে নেমে পড়েন এবং রেল পুলিশের একজন সদস্যকে বিষয়টি জানান।
ওই পুলিশ সদস্য দুলালকে ডেকে তাকে ঢাকার ট্রেনে তুলে দিতে বলেন। তবে দুলাল তাকে স্টেশনের পেছনে একটি কাঠ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে রুপু ও সজীবও তাকে ধর্ষণ করেন, জানায় পুলিশ।
সূত্র জানিয়েছে, ওই নারী থানায় অভিযোগ দায়ের করেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার তিনজন অপরাধ স্বীকার করেছে।'
তিনি আরও বলেন, 'ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'
Comments