নেত্রকোণায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ কারাগারে
নেত্রকোণার দুর্গাপুরে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কবিরাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে অভিযুক্ত মোহাম্মদ আলীকে (৬০) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে উপজেলার কুল্লাগড়া এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১২ অক্টোবর ভুক্তভোগী ছাত্রী তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ওই ছাত্রীর বাবাকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সূত্রে তার ওই বাড়িতে যাওয়া-আসা ছিল। গত ৭ অক্টোবর রাতে কবিরাজ ওই ছাত্রীকে মুখে কাপড় চেপে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।
পরে ওই ছাত্রী বিষয়টি পরিবার ও আত্মীয়দের জানালে তারা থানায় মামলা করার সিদ্ধান্ত নেন।


Comments